হোম > সারা দেশ > নীলফামারী

ডিবি পরিচয়ে ফেনসিডিল পাচার, গ্রেপ্তার দুই যুবক

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় ভুয়া ডিবি পরিচয়ে অটো ভ্যানে ফেনসিডিল পাচারেরে সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলায় সদর ইউনিয়নের বাবুরহাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন—ভুয়া ডিবি চক্রের সদস্য মাদক ব্যবসায়ী হাসান খান শান্ত (৩২) ও সাদ্দাম হোসেন (৩০)। শান্ত উপজেলার ছোট রাউতা গ্রামের বাসিন্দা। সাদ্দাম উপজেলার বাবুরহাট গ্রামের বাসিন্দা। 

ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় বলেন, বাবুরহাট বাজারের বাসস্ট্যান্ড এলাকা থেকে ভুয়া ডিবির পরিচয়ে মাদক পাচার করা হচ্ছে এমন খবর পাই। এ সময় পুলিশ উপজেলার ইসলামিয়া কলেজের সামনে একটি অটো ভ্যান তল্লাশি করে। এ সময় ভ্যানে থাকা প্লাস্টিকের চেয়ারের আসন কেটে অভিনব কায়দায় তৈরি বক্সের ভেতর রাখা ২৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় নিবন্ধনহীন একটি মোটরসাইকেল ও ৩৬টি তলা কাটা প্লাস্টিকের চেয়ার জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

বিশ্বদেব রায় জানান, আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশ একই কায়দায় মাদক দ্রব্যের ব্যবসা করছিলেন। শান্তর বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। যা আদালতে বিচারাধীন। 

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, গ্রেপ্তার দুই জনসহ পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলে পাঠানোর প্রক্রিয়া চলমান।

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন