হোম > সারা দেশ > নীলফামারী

প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবি, মানববন্ধনে আ. লীগ-ছাত্রলীগ

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে গ্রেপ্তার ও পত্রিকাটির নিবন্ধন বাতিলের দাবিতে নীলফামারীর কিশোরগঞ্জে মানববন্ধন হয়েছে। উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আজ মঙ্গলবার দুপুরে আধা ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। এতে সচেতন শিক্ষার্থীদের ব্যানারে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা অংশ নেন। 

মানববন্ধনে বক্তব্য দেন কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা সাঈদ হোসেন সাবুল, আব্দুর রউফ, পতিরাম রায়, স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব আসাদুজ্জামান চিলু, সাবেক ছাত্রলীগ নেতা এমদাদুল হক প্রমুখ। 

বাংলাদেশ ছাত্রলীগের কিশোরগঞ্জ শাখার সভাপতি মাঈনুল আরেফিন সপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান জেভির সঞ্চালনায় ওই মানববন্ধন করা হয়। এতে বক্তারা বলেন, ‘প্রথম আলোর প্রতিবেদনটি স্বাধীনতা দিবসকে নিয়ে কটূক্তি, হলুদ সাংবাদিকতা ও শিশু নির্যাতনের মতো অপরাধের শামিল। তাই পত্রিকাটির সম্পাদককে গ্রেপ্তার ও পত্রিকাটির নিবন্ধন বাতিলের দাবি জানাই।’ 

মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনীতিকসহ অনেক পেশাজীবী মানুষ অংশ নেন।

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন