হোম > সারা দেশ > রংপুর

স্কুলছাত্রীর বুদ্ধিমত্তায় রক্ষা পেল শতাধিক ট্রেনযাত্রী 

নীলফামারী ও ডোমার প্রতিনিধি

নীলফামারীর ডোমারে স্কুলছাত্রীর বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের শতাধিক যাত্রী। আজ মঙ্গলবার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা হাজীপাড়া রউফ সাহেব লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

স্কুলছাত্রী আনোয়ারা বেগম উপজেলার মাহিগঞ্জ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা বলেন, এ ঘটনার খবর পেয়ে ডোমার রেলওয়ে স্টেশনমাস্টার বাবু হোসেন ঘটনাস্থলে এসে দেখেন, লেভেল ক্রসিংয়ের লাইনে ফাটল সৃষ্টি হয়েছে। তিনি বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে সৈয়দপুর থেকে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলীরা এসে ফাটল মেরামত করেন। শেষে ট্রেনটি নিরাপদে গন্তব্যের উদ্দেশ্য রওনা দেয়।

আনোয়ারা বেগম আজকের পত্রিকাকে জানায়, ‘আজ বেলা আড়াইটার সময় আমি বাড়ির পার্শ্বে রেললাইন দিয়ে হাঁটছিলাম। সমানে দেখতে পাই রেললাইনে একটা বড় ফাটল। তখন রেললাইন ভেঙে গেছে বলে চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে আসে। ওই সময় চিলাহাটি থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আসছিল। উপস্থিত সকলে মিলে লাল চাদর দেখিয়ে ট্রেনটি থামিয়ে দেই।’

সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী সুলতান মৃধা আজকের পত্রিকাকে বলেন, ‘শীতকালে রেলপাত সংকুচিত হয়। এ সময় রেলপাতের জোড়াগুলো খুলে গিয়ে ফাটল দেখা দেয়। ডোমার-মির্জাগঞ্জ রেলপথের মাঝামাঝি রউফ সাহেবের লেভেল ক্রসিংয়ে এ রকম ঘটনাই ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে রেলপাতের ফাটল মেরামত করা হয়। এর ঘণ্টাখানেক পরেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন