নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে বজ্রপাতে কাশী নাথ রায় (৬২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কাশী নাথ ওই গ্রামের কেঙ্গারু বর্মণের ছেলে। স্থানীয়রা জানায়, বেলা ২টার দিকে বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। এ সময় বাড়ির কাছে মাঠ থেকে গরু আনতে যাওয়ার পথে বজ্রপাতে কৃষক কাশী নাথ মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুর রহমান বলেন, ‘বজ্রসহ বৃষ্টির সময় গরু আনতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।’