হোম > সারা দেশ > নীলফামারী

সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদত্যাগ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদ ছেড়েছেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। গতকাল সোমবার বিকেলে তিনি পদত্যাগপত্র জমা দেন সংশ্লিষ্ট দপ্তরে। 

মো. মোখছেদুল মোমিন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তিনি দ্বিতীয় দফায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় এ বিষয়ে তিনি মোবাইল ফোনে বলেন, ‘গতকাল সোমবার উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগপত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছি। দলীয় মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিলাম আমি। কিন্তু কেন হলো না, সেটা আমার জানা নেই। স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করলেও আমার বিজয় নিশ্চিত।’ 

আজ মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইফুর রহমান। তিনি বলেন, ‘গতকাল সোমবার বিকেলে আমার মাধ্যমে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিনের পদত্যাগপত্রটি স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবরে পাঠানো হয়েছে। সেটি গৃহীত হয়েছে কি না এ বিষয়ে এখনো কিছু জানতে পারিনি।’

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা