হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে মো. সেলিম ফারুককে আহ্বায়ক এবং এ এইচ এম সাইফুল্লাহ রুবেলকে সদস্যসচিব ঘোষণা করা হয়। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সোহেল পারভেজ, মোস্তফা প্রধান বাচ্চু ও রেজাউল ইসলাম কালু।

বিজ্ঞপ্তিতে নীলফামারী জেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়।

বিষয়টি বুধবার রাত পৌনে ১০টার দিকে নিশ্চিত করেছেন সদ্য ঘোষিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল। তিনি বলেন, ‘আমাকে সবাই দোয়া করবেন, যেন সফল এবং সুন্দরভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারি। এ জন্য আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।’

দলীয় সূত্র জানায়, ২০২০ সালের ১৬ জানুয়ারি ১৫১ সদস্যবিশিষ্ট জেলা বিএনপির কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আ খ ম আলমগীর সরকার সভাপতি ও জরুহুল আলম সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর ওই কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা