হোম > সারা দেশ > নীলফামারী

কোয়ার্টার দখলের চেষ্টায় মামলার অভিযোগ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে রেলের সরকারি কোয়ার্টার দখলের জন্য এক প্রতিবেশীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের মামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ওই মামলায় আলমগীর হোসেন (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। অভিযোগ ভিত্তিহীন দাবি করে আলমগীরের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার। 

আজ রোববার দুপুরে শহরের নতুন বাবুপাড়া সাদ্দাম মোড় এলাকায় আলমগীরের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করে তাঁর পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলমগীরের বাবা দবির উদ্দিন বলেন, প্রায় এক যুগ ধরে রেলওয়ের এই কোয়ার্টারে বসবাস করছি। দীর্ঘদিন থেকে প্রতিবেশী এজিএম সুজা উদদৌলা উচ্ছেদ করে আমার বাসাটি দখলের চেষ্টা করছেন। অন্য উপায়ে ব্যর্থ হয়ে তিনি তাঁর নাবালিকা মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনেছেন। গত ২৬ সেপ্টেম্বর সৈয়দপুর থানায় আমার পরিবারের তিন সদস্যের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তিনি। এ মামলায় পুলিশ আমার ছেলে আলমগীরকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। 

দবির আরও বলেন, আমার ছেলে সৈয়দপুর রেলওয়ে কারখানায় চুক্তিভিত্তিক কাজ করে। তাঁর আয়ে পুরো সংসার চলে। ছেলে জেলহাজতে থাকায় আমরা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। 

এ সময় উপস্থিত ছিলেন আলমগীর হোসেনের মা জাহানারা বেগম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তাঁরা অবিলম্বে ভিত্তিহীন মামলাটি প্রত্যাহার ও আটক আলমগীরের মুক্তি দাবি করেন। 

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা