হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারী সদর হাসপাতালে গুলির যন্ত্রণায় ভুগছেন ৮ আন্দোলনকারী

নীলফামারী প্রতিনিধি

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের দিন ৫ আগস্ট নীলফামারীর বিভিন্ন এলাকায় গুলিতে আহত হয়ে সদর হাসপাতালে যান ৭৪ জন আন্দোলনকারী। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৪৩ জন। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ৩১ জন। বর্তমানে গুরুতর আহত আট শিক্ষার্থী সদর হাসপাতালে চিকিৎসাসেবা নিচ্ছেন। ছররা গুলির যন্ত্রণায় হাসপাতালের বিছানায় ছটফট করছেন তাঁরা। গতকাল বুধবার সকালে নীলফামারী সদর হাসপাতালে এমন চিত্র দেখা গেছে।

হাসপাতালে চিকিৎসাধীন খোকন ইসলাম (২৮) জানান, তাঁর বাবা বেঁচে নেই। ছয় সদস্যের পরিবারের ভরণপোষণ চালানোর দায়িত্ব তাঁর ওপর। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত হয়ে ১৬ দিন ধরে হাসপাতালের বিছানায় পড়ে আছেন তিনি। কিন্তু এখন পর্যন্ত কেউ তাঁর খোঁজ নিতে আসেনি।

পাশের শয্যায় চিকিৎসাধীন একাদশ শ্রেণির ছাত্র সৌমিক হাসান সোহাগ (১৮) বলেন, ‘কোনো ছাত্রসংগঠন বা সরকারের পক্ষ থেকে কেউ খোঁজখবর নিতে আসেনি। এই বিপদের সময় মা-বাবা ছাড়া পাশে আর কেউ নেই।’

হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুর রহিম জানান, ৫ আগস্ট আহত অনেককেই হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁদের মধ্যে অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। গুরুতর আহত চিকিৎসাধীন আটজনকে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।

নীলফামারী সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. আরিফুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যাঁরা আহত হয়ে হাসপাতালে এসেছেন, তাঁদের গুরুত্বসহকারে চিকিৎসাসহ সব ধরনের সেবা দেওয়া হয়েছে। তাঁদের জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। ইতিমধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে আটজন চিকিৎসাধীন। তাঁদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন