সৈয়দপুর (নীলফামারী) : কনের জন্য বরপক্ষ থেকে দুটি বালা আনা হয়েছে। কিন্তু কনেপক্ষের লোকজন কনে সাজানোর সময় বুঝতে পারেন স্বর্ণ নয়, বালা দুটো সিটিগোল্ডের। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক থেকে একপর্যায়ে হাতাহাতি পর্যন্ত হয়। এ ঘটনায় বিয়ে ভেঙে যায়। শেষে বর কনেকে তালাক দেয়, এক লাখ টাকা জরিমানা দিয়ে বিদায় হয় বরপক্ষ।
জানা যায়, আড়াই মাস আগে আঁখি (১৮) ও মফিজুল ইসলামের বিয়ে হয়। কনের বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলায় আর বরের বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলায়। শুক্রবার বরপক্ষ থেকে মেহমান আসে কনেকে নিয়ে যাওয়ার জন্য। তবে কনেপক্ষের অভিযোগ, বরপক্ষ থেকে যে বালা আনা হয়েছে তা আসলে সোনার নয়; সিটিগোল্ডের। এ নিয়ে বিয়ের আসরেই বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় বরপক্ষকে আটতে রাখে কনেপক্ষের লোকজন। পরের দিন শনিবার বিকেলে উভয় পক্ষের ইউপি চেয়ারম্যান-মেম্বারের উপস্থিতিতে কনের তালাক হয় এবং ছেলেপক্ষের কাছ থেকে এক লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, 'এ বিষয়ে কোন পক্ষই থানায় অভিযোগ করেননি।'