হোম > সারা দেশ > নীলফামারী

কনে সাঁজাতে নকল স্বর্ণের গয়না আনায় বিয়ের আসরেই তালাক

প্রতিনিধি

সৈয়দপুর (নীলফামারী) : কনের জন্য বরপক্ষ থেকে দুটি বালা আনা হয়েছে। কিন্তু কনেপক্ষের লোকজন কনে সাজানোর সময় বুঝতে পারেন স্বর্ণ নয়, বালা দুটো সিটিগোল্ডের। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক থেকে একপর্যায়ে হাতাহাতি পর্যন্ত হয়। এ ঘটনায় বিয়ে ভেঙে যায়। শেষে বর কনেকে তালাক দেয়, এক লাখ টাকা জরিমানা দিয়ে বিদায় হয় বরপক্ষ। 

জানা যায়, আড়াই মাস আগে আঁখি (১৮) ও মফিজুল ইসলামের বিয়ে হয়। কনের বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলায় আর বরের বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলায়। শুক্রবার বরপক্ষ থেকে মেহমান আসে কনেকে নিয়ে যাওয়ার জন্য। তবে কনেপক্ষের অভিযোগ, বরপক্ষ থেকে যে বালা আনা হয়েছে তা আসলে সোনার নয়; সিটিগোল্ডের। এ নিয়ে বিয়ের আসরেই বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। 

সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় বরপক্ষকে আটতে রাখে কনেপক্ষের লোকজন। পরের দিন শনিবার বিকেলে উভয় পক্ষের ইউপি চেয়ারম্যান-মেম্বারের উপস্থিতিতে কনের তালাক হয় এবং ছেলেপক্ষের কাছ থেকে এক লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, 'এ বিষয়ে কোন পক্ষই থানায় অভিযোগ করেননি।'

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা