হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে বাড়ির সামনের ডোবায় পড়ে ছিল যুবকের মরদেহ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নের প্রামানিক পাড়ায় বাড়ির সামনের ডোবা থেকে তানজিমুল আলম তমাল (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

তানজিমুল আলম তমাল প্রামানিক পাড়ার জাহাঙ্গীর আলম বাবুলের একমাত্র ছেলে। 

পরিবার সূত্রে জানা যায়, তানজিমুল আলম দিনাজপুরের বীরগঞ্জ নির্বাচন অফিসে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে খণ্ডকালীন কাজ করার পাশাপাশি একজন শৌখিন ফটোগ্রাফার। তাঁর একটি মেয়ে রয়েছে। তানজিমুলের বাবা জাহাঙ্গীর আলম সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসে কর্মরত আছেন। 

তানজিমুল আলমের বাবা জাহাঙ্গীর আলম বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তানজিমুল বাসা থেকে বের হয়। বাসায় না ফেরায় তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করছিল না। পরে রাত থেকেই তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করা হচ্ছিল। এরপর পরদিন সোমবার সকালে বাড়ির সামনের ডোবায় মরদেহ ভাসতে দেখে তা শনাক্ত করা হয়। তাঁর ছেলেকে কেউ হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে বলে দাবি করেন জাহাঙ্গীর আলম। 

সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা