হোম > সারা দেশ > নীলফামারী

কলেজের অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ আওয়ামী লীগ নেতাকে আমন্ত্রণ জানানোয় খাবার বর্জন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে সাবেক অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান (ডান থেকে প্রথম)। ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান। সাবেক অধ্যক্ষ একাধারে বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতিও।

কলেজ কর্তৃপক্ষ সাবেক অধ্যক্ষ আওয়ামী লীগ নেতাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় প্রতিবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকেরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তাঁরা খাবারও বর্জন করেছেন প্রতিবাদে।

গতকাল শনিবার সৈয়দপুর সরকারি কলেজে এ অনুষ্ঠান হয়। দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুর ই আলম সিদ্দিকী। তাঁদের সঙ্গে অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমানও।

এদিকে অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে সমালোচনা করেন।

এ বিষয়ে সৈয়দপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলজার হোসেন বলেন, ‘হাফিজুর রহমানকে আওয়ামী লীগ নেতা হিসেবে নয়, এই শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ এবং সরকারিকরণে তাঁর ব্যাপক অবদান ছিল। তাই কৃতজ্ঞতাস্বরূপ সৌজন্যতাবশত আমন্ত্রণ করা হয়েছে।’

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ না হলেও সর্বমহলে তাদের অবাঞ্ছিত করা হচ্ছে। কলেজের অধ্যক্ষের এ বিষয়ে সাবধান হওয়া উচিত ছিল।

ডিসি মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, মঞ্চে পাশে বসা হাফিজুর রহমান আওয়ামী লীগ নেতা, তা তিনি জানতেন না। আগে জানলে ওই অনুষ্ঠানেই যেতেন না তিনি।

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ইটভাটায় কৃষিজমির মাটি ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ এখন অস্থির সময় পার করছে: পররাষ্ট্র উপদেষ্টা

ট্রাকচাপায় ইপিজেড শ্রমিকের মৃত্যু