নীলফামারীর সৈয়দপুর উপজেলায় খালের পানিতে ডুবে সাজিদ হোসেন (৩) ও তুহিন ইসলাম (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুজন চাচাতো ভাই। সাজিদ সবজি বিক্রেতা সাদ্দাম হোসেনের ছেলে এবং তুহিন কৃষক আবুল হোসেনের ছেলে।
আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের দলবাড়ীপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে উত্তর সোনাখুলী গ্রামের ইউপি সদস্য আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘সাজিদ ও তুহিন বাড়ির পেছনে খোলা জায়গায় খেলছিল। একপর্যায়ে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশে খালের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর ওই খালের পানিতে তাদের ভাসতে দেখে। পরে স্থানীয়রা মিলে তাদের মরদেহ উদ্ধার করে।’
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু ফাইলের প্রস্তুতি চলছে।’