হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে ওড়ার আগে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি, দেরিতে যাত্রা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ওড়ার আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। ত্রুটি সারিয়ে প্রায় পৌনে এক ঘণ্টা পর উড়োজাহাজটি সৈয়দপুর ছেড়ে যায়। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

এ সময় বিমানে ৭১ জন যাত্রী ছিলেন। তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক বাহাউদ্দিন জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭১ জন যাত্রী নিয়ে ছেড়ে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৪৯১/৪৯২ নম্বর ফ্লাইটটি। এটি সৈয়দপুর বিমানবন্দরে সকাল সাড়ে ৮টায় অবতরণ করে। যাত্রী নিয়ে পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য উড়োজাহাজটি চালু করলে সামনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে ত্রুটি সারিয়ে পৌনে এক ঘণ্টা পর সব যাত্রী নিয়ে উড়োজাহাজটি বেলা সাড়ে ৯টার দিকে ঢাকার উদ্দেশে সৈয়দপুর ছেড়ে যায়।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক বাহাউদ্দিন জাকারিয়া বলেন, ‘বড় ধরনের কোনো ত্রুটি ছিল না। এভিয়েশনের স্থানীয় প্রকৌশলীদের চেষ্টায় ত্রুটি সারাতে সক্ষম হই আমরা। পরে যাত্রীদের নিয়ে সৈয়দপুর থেকে স্বাভাবিকভাবে বিমানটি ঢাকায় ফিরে গেছে। অন্যান্য বেসরকারি সংস্থার ফ্লাইটগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে।’

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ইটভাটায় কৃষিজমির মাটি ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ এখন অস্থির সময় পার করছে: পররাষ্ট্র উপদেষ্টা

ট্রাকচাপায় ইপিজেড শ্রমিকের মৃত্যু

ডিমলায় সার না পেয়ে ডিলারের গুদাম ভাঙচুর-লুট