হোম > সারা দেশ > রংপুর

সৈয়দপুরে ট্রেনের শিডিউল বিপর্যয়, যাত্রীদের দুর্ভোগ তৃতীয় দিনে

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। গত তিন দিন ধরে ঢাকা–খুলনা ও রাজশাহীগামী সব ট্রেন চলাচলে ছয়-সাত ঘণ্টা বিলম্ব হচ্ছে। এতে চরম দুর্ভোগ পড়েছে যাত্রীরা। 

রেলওয়ে সূত্রে জানা গেছে, এ উপজেলা ছাড়াও পঞ্চগড়, ঠাকুরগাঁও ও রংপুরের তারাগঞ্জের যাত্রীরা এই রুটে যাতায়াত করে। সড়ক পথের দূরাবস্থার কারণে এখানকার অধিকাংশ মানুষ ট্রেন হয়েই এসব রুটে যাতায়াত করে। এ স্টেশন থেকে প্রতিদিন পাঁচটি আন্তনগর ও একটি মেইল ট্রেন চলাচল করে। এর মধ্যে ঢাকা রুটে একটি, রাজশাহী ও খুলনা রুটে তিনটি। তিন রুট মিলে সৈয়দপুর স্টেশন হয়ে প্রতিদিন ১৫-২০ হাজার যাত্রী যাতায়াত করে। 

গত শুক্রবার ও শনিবার ঢাকা অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেন রাত ৯টায় সৈয়দপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে রাত দুইটার দিকে ট্রেনটি ছেড়ে যায়। বেলা ৩টায় তিতুমীর এক্সপ্রেস ট্রেন রাজশাহীর অভিমুখে ছেড়ে যাওয়ার কথা থাকলেও আড়াই ঘণ্টা বিলম্বে ছেড়ে গেছে। এ ছাড়া রাজশাহী অভিমুখে বরেন্দ্র এক্সপ্রেস এবং খুলনা অভিমুখে রুপসা এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস ও রকেট মেইল ট্রেন তিন-চার ঘণ্টা বিলম্বে চলাচল করছে। এভাবে বিলম্বে ট্রেন ছাড়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়ছে। 

সরেজমিন গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে সৈয়দপুর স্টেশনে গিয়ে দেখা যায়, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের অপেক্ষায় দুই শতাধিক যাত্রী। তাঁদের মধ্যে ছোট ছেলেময়ে ও বয়স্করাও রয়েছেন। 

রংপুরের তারাগঞ্জের ইমরান হোসেন নামে এক যাত্রী বলেন, ‘ঢাকার একটি কোম্পানিতে চাকরি হয়েছে আমার। রোববার সকালে যোগদান করতে হবে। সৈয়দপুর স্টেশনে এসে শোনেন যে নীলসাগর ট্রেন রাত ৯টায় যাওয়ার কথা থাকলেও সেটি রাত দুইটার দিকে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দশ্যে ছেড়ে যাবে।’ 

আমিনুর রহমান নামের আরেক যাত্রী বলেন, ‘ভাতিজার বিয়েতে এসেছিলাম। ছুটি শেষ, রোববার থেকে অফিস করতে হবে। দুই দিন আগেই ট্রেনের টিকিট করেছি। সময়মতো স্টেশনে এসে এখন প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে ট্রেনের অপেক্ষা করছি। ছোট ছেলে মেয়ে দুটো কান্নাকাটি করছে।’ 

সৈয়দপুর স্টেশন মাস্টার ওবাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘন কুয়াশা, সংস্কার কাজ, ক্রসিং, রেললাইন ও সেতু সংস্কারকাজের কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। আশা করা হচ্ছে দুই একদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।’

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন