হোম > সারা দেশ > নীলফামারী

২০ গ্রামের মানুষের ভরসা বাঁশের সেতু

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি 

কেশবা গ্রামের চকচকার ঘাটে বাঁশের সেতু দিয়ে ধাইজান নদী পার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পুরোনো ছবি। আজকের পত্রিকা

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়নের রুপালি কেশবা গ্রামের চকচকার ঘাটে ধাইজান নদীর ওপর একটি সেতুর অভাবে দুই ইউনিয়নের প্রায় ২০ গ্রামের ৫০ হাজার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। বিকল্প পথ দীর্ঘ হওয়ায় বাঁশের চাটাই বিছানো সেতুতে যাতায়াত করতে হয় তাদের। অনেক সময় বাঁশের সেতু ভেঙে দুর্ঘটনায় পড়তে হয়; আবার নদীতে পানি বাড়লে ভেঙে যায় সেটি।

স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে চলাচলের জন্য প্রতিবছর একটি বাঁশের সেতু নির্মাণ করা হয়। শুষ্ক মৌসুমে সেটি দিয়ে কিছুদিন চলাচল করা যায়। তবে বর্ষাকালে নেমে আসে অবর্ণনীয় দুর্ভোগ।

সরেজমিনে দেখা যায়, কেশবাসহ কয়েকটি গ্রামের কোল ঘেঁষে বহমান ধাইজান নদী ওই এলাকার বিশাল জনগোষ্ঠীর জীবন-জীবিকার একমাত্র ফসলি জমি মূল ভূখণ্ড থেকে বিভক্ত করেছে। সেতু না থাকায় জমি চাষ, উৎপাদিত কৃষিপণ্য আনা-নেওয়া, মালপত্র বহনে ভোগান্তি এবং অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে এই এলাকার মানুষকে। তা ছাড়া প্রায় ৫ কিলোমিটার পথ ঘুরে ওই এলাকার মানুষের যাতায়াত করতে হয়।

কয়েকটি গ্রামের মানুষ, ব্যবসায়ী, চাকরিজীবী ও স্কুল-কলেজপড়ুয়া ছাত্র-ছাত্রীদের ওই ঘাট দিয়ে চলাচল সহজ হয়। তাই জনগুরুত্বপূর্ণ ওই ঘাটের নদীর ওপর একটি সেতু নির্মাণের দীর্ঘদিনের দাবি এলাকাবাসীর।

কেশবা গ্রামের বাসিন্দা আলাউদ্দিন বলেন, ‘উত্তর পারে জনগুরুত্বপূর্ণ থানা, মেডিকেল, স্কুল-কলেজ, কেজি স্কুল, সরকারি ব্যাংক, বিমা, এনজিও, মাদ্রাসা, হাটবাজার রয়েছে। এপারেও মানুষের বসতি রয়েছে। কিন্তু আজও সেতু নির্মিত না হওয়ায় এই এলাকায় আধুনিকতার ছোঁয়া লাগেনি।’

এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহামুদুল হাসান সাংবাদিকদের বলেন, ‘সেখানে সেতু নির্মাণের বিষয়টি নজরে রয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, বরাদ্দ এলে ব্যবস্থা নেওয়া হবে।’

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন