হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে জেলা সহকারী তথ্য কর্মকর্তার মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে জেলা সহকারী তথ্য কর্মকর্তা প্রকাশ চন্দ্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টায় জেলা সদরের দেবীর ডাঙ্গা সড়কের রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত প্রকাশ চন্দ্র সদর উপজেলার উত্তর হাড়োয়া এলাকার মোহন বর্মণের ছেলে। তিনি নীলফামারী জেলা সহকারী তথ্য কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তবে তিনি মানসিকভাবে বিপর্যস্ত থাকায় চিকিৎসা নিচ্ছিলেন বলে জানা গেছে। 

স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালের দিকে তিনি অনেক সময় ধরে রেললাইনের ওপর হাঁটাহাঁটি করছিলেন। ট্রেন আসার কিছুক্ষণ আগে তিনি লাইনের ওপর বসে পড়েন। আশপাশের লোকজন ডাকলেও তিনি সাড়া দেননি। এমন অবস্থায় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। পরে সৈয়দপুর থেকে রেলওয়ে পুলিশ এসে প্রকাশ চন্দ্রের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার উপপরিদর্শক মেহেদী হাসানের আজকের পত্রিকাকে বলেন, পরিবারের লোকজন ও স্থানীয়রা বলছেন, প্রকাশ চন্দ্র মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। চিকিৎসার জন্য তিনি অফিস থেকে ছুটি নিয়ে ঢাকায় যাওয়া পরিকল্পনা করছেন। প্রত্যক্ষদর্শীরা ঘটনাটিকে আত্মহত্যা বলছেন।

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন