হোম > সারা দেশ > নীলফামারী

বাবার সঙ্গে বাড়ি ফেরা হলো না শিশু আলিফের

নীলফামারী প্রতিনিধি

প্রতীকী ছবি

বাবার সঙ্গে বাজারে গিয়ে আর বাড়ি ফেরা হলো না সাত বছরের শিশু আলিফের। রাস্তা পার হওয়ার সময় পুলিশের একটি পিকআপের ধাক্কায় তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটে আজ সোমবার সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী মিলনবাজার এলাকায়। সে উত্তরাশশী গ্রামের জাহাঙ্গীর ইসলামের ছেলে।

এলাকাবাসী জানান, বাবার সঙ্গে বাজারে এসেছিল আলিফ। সে রাস্তা পার হওয়ার সময় দৌড় দেয়। এ সময় সদর থানা-পুলিশের একটি টহল পিকআপ ওই পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে দৌড় দেওয়ায় ওই পিকআপের বাম্পারে ধাক্কা লেগে আহত হয় সে। তৎক্ষণাৎ গাড়িতে থাকা পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, ‘শিশুটি হঠাৎ করে দৌড় দিয়ে রাস্তা পার হতে গিয়ে আমাদের টহল গাড়ির বাম্পারে ধাক্কা লাগে। এ সময় ওই গাড়িতে থাকা পুলিশ সদস্যরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, মূলত ঘটনাটি ঘটেছে অভিভাবকের অসাবধানতার কারণে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনিপ্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ইটভাটায় কৃষিজমির মাটি ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ এখন অস্থির সময় পার করছে: পররাষ্ট্র উপদেষ্টা