হোম > সারা দেশ > নীলফামারী

জলঢাকায় জামায়াতের ৫ নেতা-কর্মী কারাগারে

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় জামায়াত-শিবিরের পাঁচ নেতা-কর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার দক্ষিণ দেশীবাই গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

নেতা-কর্মীরা হলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. কামরুজ্জামান (৪৮), জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ মহসিন আলী (২৮), উপজেলা ইসলামী ছাত্রশিবিরের কোষাধ্যক্ষ ও উপজেলা জামায়াতের আমিরের ছেলে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম (২৯), ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়ন জামায়াতের সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম (৪৮) ও শিবিরকর্মী মো. মাইনুল ইসলাম (২০)।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জামায়াতের পাঁচ নেতা-কর্মীকে কারাগারে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করার পরিকল্পনায় উপজেলার দক্ষিণ দেশীবাই গ্রামে উপজেলা জামায়াতের আমির মো. মোখলেছুর রহমান মাস্টারের বাড়িতে একটি গোপন বৈঠক করে আসামিরা। এমন সংবাদে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে জামায়াত–শিবিরের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।

এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, বাঁশের লাঠি ও রড উদ্ধার করা হয়। পরে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারায় মামলা দায়ের (মামলা নম্বর ৩৫/১০০, তারিখ ২৭.০৪. ২০২৩) করে আদালতের মাধ্যমে তাঁদের আজ সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়।

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ইটভাটায় কৃষিজমির মাটি ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ এখন অস্থির সময় পার করছে: পররাষ্ট্র উপদেষ্টা

ট্রাকচাপায় ইপিজেড শ্রমিকের মৃত্যু

ডিমলায় সার না পেয়ে ডিলারের গুদাম ভাঙচুর-লুট