হোম > সারা দেশ > নীলফামারী

জলঢাকায় জামায়াতের ৫ নেতা-কর্মী কারাগারে

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় জামায়াত-শিবিরের পাঁচ নেতা-কর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার দক্ষিণ দেশীবাই গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

নেতা-কর্মীরা হলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. কামরুজ্জামান (৪৮), জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ মহসিন আলী (২৮), উপজেলা ইসলামী ছাত্রশিবিরের কোষাধ্যক্ষ ও উপজেলা জামায়াতের আমিরের ছেলে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম (২৯), ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়ন জামায়াতের সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম (৪৮) ও শিবিরকর্মী মো. মাইনুল ইসলাম (২০)।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জামায়াতের পাঁচ নেতা-কর্মীকে কারাগারে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করার পরিকল্পনায় উপজেলার দক্ষিণ দেশীবাই গ্রামে উপজেলা জামায়াতের আমির মো. মোখলেছুর রহমান মাস্টারের বাড়িতে একটি গোপন বৈঠক করে আসামিরা। এমন সংবাদে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে জামায়াত–শিবিরের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।

এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, বাঁশের লাঠি ও রড উদ্ধার করা হয়। পরে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারায় মামলা দায়ের (মামলা নম্বর ৩৫/১০০, তারিখ ২৭.০৪. ২০২৩) করে আদালতের মাধ্যমে তাঁদের আজ সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়।

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন