হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে বিদ্যুতের মিটার বিস্ফোরণে পুড়ল ৬ পরিবারের ১১ ঘর

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে পল্লী বিদ্যুতের মিটার বিস্ফোরণে ছয় পরিবারের ১১ ঘর পুড়ে গেছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে জেলা সদরের রামনগর ইউনিয়নের বাহালিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানায়, শনিবার দুপুরে গ্রামের বশিয়ার রহমানের বাড়িতে পল্লী বিদ্যুৎ সমিতির পুরাতন একটি মিটার বদলিয়ে নতুন মিটার স্থাপন করা হয়। মিটার স্থাপনের কিছুক্ষণ পর বিস্ফোরণ ঘটে। সেখান থেকে আগুণের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে।

এ সময় বশিয়ার রহমান, রশিদুল ইসলাম, সহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, আব্দুস সালাম, আবুল কাশেমসহ ছয় পরিবারের ১১টি ঘর, ঘরে রক্ষিত আসবাবপত্র, ধান, চালসহ অন্যান্য কৃষিপণ্য ও বশিয়ার রহমানের নগদ আড়াই লাখ টাকা পুড়ে যায়। খবর পেয়ে নীলফামারী দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ৩৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি দাবি করেন ক্ষতিগ্রস্তরা।

নীলফামারী দমকল বাহিনীর সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মিয়ারাজ উদ্দিন অগ্নিকান্ডের ঘটনা নিশ্চিৎ করে বলেন, ‘বৈদ্যতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়ে ৯টি ঘরসহ রক্ষিত মালামাল পুড়ে যায়। এ ঘটনায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. সুলতান নাছিমুল হক বলেন, ‘এ বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে জানা যাবে কি কারণে ঘটনাটি ঘটেছে।’

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা