কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জ থেকে ৩০ পিস ইয়াবাসহ আটক ছাত্রলীগ নেতা লিটনকে (২৬) দলীয় পদ থেকে অব্যাহত দেওয়া হয়েছে। গতকাল রোববার রাতে নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল ও সাধারণ সম্পাদক মাসুদ সরকার সাক্ষরিত নোটিশের মাধ্যমে তাকে অব্যাহতি দেওয়া হয়।
লিটন উপজেলার নিতাই ইউনিয়ন ছাত্রলীগের শাখার সাধারণ সম্পাদক। নীলফামারী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
নোটিশে বলা হয়, শৃঙ্খলা পরিপন্থী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় নিতাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটনকে অব্যাহতি প্রদান করা হয়েছে।