হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় সেহরির সময় বাড়িতে হামলা, নারী নিহত

নেত্রকোনা ও আটপাড়া প্রতিনিধি

নেত্রকোনার আটপাড়ায় নিহত নারীর বাড়িতে প্রতিবেশীদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার আটপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে হামলায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার ব্যক্তি।

গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে সেহরি রান্নার সময় উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে এ হামলা হয়। নিহত নুরজাহান বেগম ওই গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মামা লাল মিয়ার সঙ্গে বাবুলের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বুধবার দুই পরিবারের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে রাতে লাল মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। এতে বাবুলের পরিবারের পাঁচ সদস্য আহত হন। পরে তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আজ বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নুরজাহানের মৃত্যু হয়। এ ছাড়া আহত ব্যক্তিদের মধ্যে বাবুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও খবর পড়ুন:

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোনায় ২১০০টি ইয়াবাসহ আটক ২

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে

কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি, চার ভাটাকে জরিমানা