হোম > সারা দেশ > নাটোর

নাটোরে প্রায় ৪ কেজি হেরোইন জব্দ, আটক ২ 

নাটোর প্রতিনিধি

নাটোর শহরের বড় হরিশপুর বাইপাস এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক থেকে ৩ কেজি ৭০০ গ্রাম হেরোইনসহ দুজনকে আটক করেছে পুলিশ। মাদকগুলো গাজীপুরের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশকে জানিয়েছেন আটককৃতরা।

আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নাটোর জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে শহরের হরিশপুর বাইপাস মোড়ে ট্রাকটি আটক করা হয়। পরে সেটি জব্দ করা হয়েছে। 

আটকরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সাহেবপাড়া এলাকার মো. আব্দুস সাত্তারের ছেলে ট্রাকচালক মো. সাগর আলী (২১) এবং চালকের সহকারী, গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ব্রাহ্মণগাঁও এলাকার মো. সেলিমের ছেলে সালাহ উদ্দিন (২১)। 

পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ৩টার দিকে শহরের হরিশপুর বাইপাস মোড়ে তল্লাশিচৌকি বসানো হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই হলুদ ট্রাকে তল্লাশি চালানো হয়। পরে ড্যাশবোর্ডের ভেতর সাদা পলিথিনে মোড়ানো ৯টি প্যাকেটের ভেতরে ৩ কেজি ৭০০ গ্রাম ওজনের অবৈধ হেরোইন উদ্ধার করা হয়। এ সময় ট্রাকচালক ও তাঁর সহকারীকে আটক করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা। 

পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে হেরোইনগুলো গাজীপুরের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়