হোম > সারা দেশ > নাটোর

লালপুরে এলজিইডি'র সড়ক নির্মাণে অনিয়ম, পিবিআইকে তদন্তের নির্দেশ 

প্রতিনিধি, লালপুর (নাটোর)

নাটোরের লালপুরে সড়ক নির্মাণে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে আদালত। গতকাল শুক্রবার বিকেলে এ নির্দেশ দেন চিফ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। 

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) লালপুর উপজেলার গোধড়া সখির মোড় থেকে গোধড়া ব্রিজ পর্যন্ত প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে ১ কিলোমিটার রাস্তা নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ ওঠে। 

মামলায় বলা হয়েছে, গত ৯ আগস্ট একটি বেসরকারি টেলিভিশনে সড়ক নির্মাণের নানা অনিয়ম নিয়ে প্রতিবেদন করা হয়েছে। জনপ্রতিনিধি, স্থানীয় ব্যক্তি ও কর্মকর্তাদের দেওয়া সাক্ষাৎকার সহকারের প্রতিবেদনে ঠিকাদার ইচ্ছাকৃতভাবে রাস্তার কাজে অনিয়ম ও কার্যাদেশের শর্ত ভঙ্গ করেছেন তা ফুটে উঠেছে। যা দণ্ডনীয় অপরাধ। এ জন্য আলাদাভাবে তদন্ত করে ক্ষতির পরিমাণ, জড়িতদের নাম ঠিকানা নির্ণয় করা প্রয়োজন। তাই বিস্তর তদন্তের জন্য পিবিআই পুলিশ সুপার নাটোরকে নির্দেশ দেন আদালত। 

আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া একই প্রতিবেদনের আলোকে আলাদা দুটি মামলা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষতির পরিমাণ নির্ধারণসহ এলজিইডি নাটোরের নির্বাহী প্রকৌশলী, লালপুর ও সিংড়া উপজেলা প্রকৌশলীকে তদন্তে সার্বিক সহায়তা প্রদান করতে বলা হয়েছে। 

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী