হোম > সারা দেশ > নাটোর

বাগাতিপাড়ায় বিশ্ববিদ্যালয়ছাত্রের মরদেহ উদ্ধার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় মেসবাউল জারিফ অর্ঘ্য নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে মরদেহ উদ্ধার করে বাগাতিপাড়া মডেল থানায় নিয়ে যায় পুলিশ।

অর্ঘ্য চাঁপাইনবয়াবগঞ্জ সদরের ১৫ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বাসার মেজবাহুল জাকিরের ছেলে। বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনলোজির (বাউয়েট) এলএলবি ডিপার্টমেন্টের সপ্তম ব্যাচের প্রথম বর্ষের দ্বিতীয় পর্বের ছাত্র ছিলেন তিনি।

পুলিশ জানায়, অর্ঘ্য বাউয়েটে পড়ালেখার সুবাদে দয়ারামপুরের বিশ্ববিদ্যালয়ের অদূূরে ‘মোস্তাফিজ ভিলা’ নামের মেসের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। ঘটনার দিন বিকেল থেকে ঘরের মূল দরজা বন্ধ করে তিনি ঘরের মধ্যে ছিলেন। বন্ধুরা তাঁর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে না পেরে সেখানে যান। পরে বাড়ির মালিকসহ গিয়ে জানালা দিয়ে তাঁকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বুধবার রাত ১২টার দিকে অর্ঘ্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী