হোম > সারা দেশ > নাটোর

লালপুরে ট্রাকের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নিহত

 লালপুর (নাটোর) প্রতিনিধি

নিহত সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলাম গোপ্পী। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সাবেক সদস্য ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় লালপুর-বনপাড়া সড়কের গোপালপুর স্বপ্নিল জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাবেক ইউপি সদস্য হলেন জহুরুল ইসলাম গোপ্পী (৫৫)। তিনি উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর গ্রামের গফুর মৃধার ছেলে এবং ঈশ্বরদী ইউপির সাবেক সদস্য।

দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা গেছে, জহুরুল নাটোর থেকে মোটরসাইকেলে করে গতকাল শনিবার সন্ধ্যায় গৌরীপুরের নিজ বাড়িতে ফিরছিলেন। পথে লালপুর-বনপাড়া সড়কের গোপালপুর স্বপ্নীল জেনারেল হাসপাতালের সামনে এলে একটি দ্রুতগামী অজ্ঞাত ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় তিনি মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি নুরুজ্জামান বলেন, অজ্ঞাত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়

গুড় তৈরিতে কাপড়ের রং ব্যবহার, এক লাখ টাকা জরিমানা

ধানুড়া বালিকা উচ্চবিদ্যালয়: চার বছরে ১০৬ শিক্ষার্থীর বাল্যবিবাহ

ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না সেনাসদস্যের

নাটোরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪১