হোম > সারা দেশ > নাটোর

মাদক না পাওয়ায় স্ট্রোক, কারাগারে কয়েদির মৃত্যু

নাটোর প্রতিনিধি

নাটোর জেলা কারাগারে ওসমান শেখ (৩৩) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। মাদক মামলার আসামি ছিলেন তিনি। মাদক গ্রহণ করতে না পারায় স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করছে কারা কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। 

ওসমান শেখ নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের মৃত নুরু শেখের ছেলে। নাটোর কারাগারে তাঁর কয়েদি নম্বর ৬৯১২ /৭। 

নাটোর কারাগার সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ মাদক গ্রহণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে তাঁর সাজা হয়। ওই দিন থেকেই ওসমান নাটোর জেলা কারাগারে কয়েদি হিসেবে বন্দী ছিলেন। গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাঁকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নাটোর জেল সুপার আব্দুর রহিম বলেন, ‘কয়েদি ওসমান শেখ হেরোইন সেবন করতেন। তাঁকে কারাগারে আনার পর থেকেই নেশার জন্য ছটফট করতেন। বৃহস্পতিবার তিনি স্ট্রোক করেন। অসুস্থ অবস্থায় রাতেই তাঁকে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।’ 

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়