হোম > সারা দেশ > নাটোর

বাড়ির সামনে যুবকের দুই হাত কেটে ফেলে গেল দুর্বৃত্তরা

নাটোর প্রতিনিধি 

নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে ইসরাফিলকে রামেকে পাঠানো হয়। ছবি: আজকের পত্রিকা

নাটোরের সিংড়ায় ইসরাফিল (৩১) নামের এক যুবকের দুই হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের হাতিয়ান্দহ গ্রামে এ ঘটনা ঘটে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা জানা যায়নি।

ইসরাফিল ওই এলাকার তাইজুল ইসলামের ছেলে, পেশায় রাজমিস্ত্রি। তাঁকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন। বর্তমানে ইসরাফিল সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, ইসরাফিলের বাবা তাইজুল ইসলাম বহুদিন আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে সিংড়ার হাতিয়ান্দহ গ্রামে এসে বাড়ি করে বসবাস শুরু করেন। এখানে আসার পর থেকেই তাঁরা বাবা ও ছেলে রাজমিস্ত্রির কাজ করেন। আজ সকালে ইসরাফিল কাজে যাওয়ার জন্য বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইসরাফিলের দুই হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে পালিয়ে যায়। পরে ইসরাফিলের চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে রাস্তার ধারে তাঁর দুই হাত কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে এখন পর্যন্ত এ ঘটনার ব্যাপারে কিছুই জানা যায়নি। ইসরাফিল রামেকে চিকিৎসাধীন থাকায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি। সে কিছুটা সুস্থ হলে এ বিষয়ে জানতে চাওয়া হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে—কারা এই ঘটনা ঘটিয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী