নাটোর আদালতে হাজিরা দিতে এসে পূর্ববিরোধের জেরে এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নাটোর আদালত চত্বরে পুরাতন আইনজীবী ভবনের সিঁড়িতে এ ঘটনা ঘটে। পরে হামলাকারী পাঁচজনকে আটক করে পুলিশ।
আহত রাতুল আহমেদকে (৩০) উদ্ধারের পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি শহরের কানাইখালী এলাকার রাজু আহমেদের ছেলে। আটক পাঁচজন হলেন–সজীব (৩০), সোহাগ (৩০), সুমন (৩৫), সবুজ (২৭) ও শাহারিয়া (২৮)।
হামলার ঘটনার পর আজ বেলা আড়াইটার দিকে সদর থানায় সংবাদ সম্মেলন করেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম। তিনি বলেন, পূর্ববিরোধের জের ধরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালত চত্বরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একদল দুর্বৃত্ত হামলা চালায় রাতুল আহমেদের ওপর। এ সময় চায়নিজ কুড়াল, হাঁসুয়া, রামদা দিয়ে কুপিয়ে তাঁকে আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পুলিশ সুপার আরও বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে। ভিকটিমের পক্ষ থেকে এজাহার বা মামলা দায়ের সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।