হোম > সারা দেশ > নাটোর

নাটোর-৩: এজেন্টের সামনে ব্যালট ভাঁজের নির্দেশ দেওয়া সেই ব্যক্তি প্রত্যাহার

নাটোর প্রতিনিধি

নাটোর-৩ (সিংড়া) আসনে গোপন কক্ষের ভেতর ব্যালটে সিল মারার পর তা এজেন্টের সামনে তা ভাঁজ করার নির্দেশ দেওয়া এজেন্ট মাহাবুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর স্থলে আরেকজনকে এজেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। 

আজ শনিবার রাত ৮টার দিকে আজকের পত্রিকাকে এ তথ্য জানান নৌকা প্রতীকের প্রার্থীর প্রধান এজেন্ট রুহুল আমিন। 

রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের একজন এজেন্ট ৭ তারিখের ভোট নিয়ে মনগড়া বক্তব্য দিয়েছেন যা ভাইরাল হয়েছে। এটা নৌকা প্রতীকের প্রার্থী জুনাইদ আহমেদ পলকের দৃষ্টিগোচর হয়েছে। তিনি চান না বিতর্কিত কেউ নির্বাচনে তাঁর এজেন্ট হিসেবে দায়িত্ব থাকুক। তাই তাঁর সম্মতিতে এজেন্ট পরিবর্তন করা হয়েছে।’ 

রুহুল আমিন আরও বলেন, ‘আমরা এই অবস্থায় খুব দ্রুত আরেকজনকে দায়িত্ব দিচ্ছি। খোঁজ নেওয়া হচ্ছে কে ফাঁকা আছেন। কিছু আনুষ্ঠানিকতা আছে যা পালন করতে সময় লাগছে।’ 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে সুকাশ ইউনিয়নের সুকাশ বাজারে নৌকার পক্ষে উঠান বৈঠকের আয়োজন করা হয়। সেখানে সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি সদস্য মাহাবুর রহমান কিছু কথা বলেন। সেটির একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

অডিওতে ভোটারদের উদ্দেশে আওয়ামী লীগ নেতা মাহাবুর রহমানকে বলতে শোনা যায়, ‘সিল মারবেন কাপড়ের মধ্যে, ব্যালট ভাঁজ করবেন এজেন্টের সামনে, এজেন্ট যেন বুঝতে পারে, আপনি কাকে ভোট দিলেন। এই কাজটা করলে আমাদের বিজয় নিশ্চিত। ব্যালটে কাকে সিল মারবেন, এটা যেন এজেন্ট বুঝতে পারেন। এটা দেখার জন্য কিন্তু মিন্টু (যুবলীগ কর্মী) থাকবে এক রুমে আর আমি থাকব আরেক রুমে। আর মহিলা রুমে আমার বউ ও ভাগনি থাকবে। কে কোথায় ভোট দিচ্ছেন, ব্যালটটা বাক্সের কাছে যখন ভাঁজাবে, তখন তোমরা দেখে নেবে। এটা কিন্তু করতে হবে নৌকাকে বিজয় লাভ করাতে হলে এবং সফলতা আনতে হলে। নয়তো আমরা পরিশ্রমই করলাম, কিন্তু কাজের বেলায় গিয়ে হবে ঠনঠনাঠন।’ 

মাহাবুর আরও বলেন, ‘যে ব্যক্তি রুমের মধ্যে ব্যালট ভাঁজাবে, আমরা বুঝে নিব সে আমাদের ভোট দিচ্ছে না। আমরা বুঝে নিব সে নৌকায় ভোট দিবে না। নৌকাকে যদি বিজয়ী লাভ করাতে চান, তাহলে ভোটারের কাছে আমার এই মেসেজ পৌঁছে দিবেন। যাঁরা নৌকায় ভোট দিতে দ্বিধাবোধ করবেন, তাঁরা সেন্টারে আইসেন না।’ 

তিনি বলেন, ‘এই এলাকায় তো আমরা বসবাস করব। আগামী রোববার যেন কোনো চিল (ঈগল) পাখির এজেন্ট সেন্টারে না আসে। আরও বলে দিবেন, ৭ তারিখের পর কিন্তু ৮ তারিখ সকাল হবে।’ 

উল্লেখ্য, নাটোর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) সিংড়া উপজেলা পরিষদের দুবারের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক।

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা