হোম > সারা দেশ > নাটোর

পাটের গোডাউনে আগুন, পুড়েছে প্রায় দেড় হাজার মণ পাট

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় পাটের গোডাউনে আগুন লেগে প্রায় ১ হাজার ৪৫০ মণ পাট পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গোডাউনের মালিক ব্যবসায়ী আতিকুর রহমান।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দিয়াড় মসুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোডাউনটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। আগুন দেখে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। গোডাউনটিতে অনেক পাট থাকায় আগুনের তীব্রতা বেশি ছিল বলে আগুন নেভাতে পারছিলেন না স্থানীয়রা। পরে নাটোর ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোডাউনে থাকা পাট ও টিন পুড়ে ছাই হয়ে যায়। 

ক্ষতিগ্রস্ত আতিকুর রহমান বলেন, ‘আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা বুঝতে পারছি না। পাট এবং গোডাউন মিলে আমার প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ 

এ বিষয়ে নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আক্তার হামিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, আগুন কীভাবে লেগেছে তা এখনো জানা যায়নি। তদন্তের পর বিষয়টি জানা যাবে।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী