হোম > সারা দেশ > নাটোর

যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধরের অভিযোগ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠেছে তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে।

ওই গৃহবধূর নাম অন্তরা খাতুন (২০)। তিনি উপজেলার বিয়াঘাটের সাবগাড়ী গ্রামের আক্কাস আলীর মেয়ে। এ ঘটনায় অন্তরার চাচা মো. রুবেল হোসেন বাদী হয়ে গুরুদাসপুর থানায় অভিযোগ করেছেন।

রুবেল হোসেন বলেন, প্রায় দুই বছর আগে উপজেলার বিয়াঘাটের সাবগাড়ী গ্রামের সাদ্দাম হোসেনের সঙ্গে তাঁর ভাতিজি অন্তরার বিয়ে হয়। এর কিছুদিন পর যৌতুকের দাবিতে ভাতিজিকে তাঁর স্বামী সাদ্দামসহ বাড়ির সবাই মিলে নির্যাতন শুরু করেন। অন্তরার সুখের কথা চিন্তা করে তাঁরা যৌতুক হিসেবে দেড় লাখ টাকা ও দুই ভরি স্বর্ণ দেন। এরপরও বিভিন্নভাবে যৌতুক দাবি করা হয়। কিন্তু সেই টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তাঁর ভাতিজি অন্তরাকে মারধর করা হয়। সোমবার সকালে যৌতুক হিসেবে আবারও ২ লাখ টাকা দাবি করেন সাদ্দাম। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁর ভাতিজিকে মারধর করা হয়। এ সময় অন্তরার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলেও তাঁদের উদ্ধার করতে দেওয়া হয়নি। পরে প্রতিবেশীদের ফোন পেয়ে অন্তরাকে উদ্ধার করা হয় এবং গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  

ঘটনার পর থেকে সাদ্দাম হোসেন পলাতক।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, অভিযোগ পেয়েছেন তিনি। অভিযোগ তদন্ত করা হচ্ছে।

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়