হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে ঘরের আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে ঘরের আগুনে দগ্ধ হয়ে জাহানারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। 

এর আগে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বড়াইগ্রাম উপজেলার রামাগাড়ী (মসজিদপাড়া) গ্রামের জাহানারা বেগমের ঘরে আগুন লাগার ঘটনা ঘটে। জাহানারা বেগম উপজেলার রামাগাড়ী গ্রামের মৃত তছির উদ্দিনের স্ত্রী। 

অগ্নিকাণ্ডের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জোয়াড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী আকবর। তিনি জানান, গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জাহানারা বেগমের মেয়ে জরিনা বেগম বাড়িতে রান্না করছিলেন। ঘরে আগুন দেখতে পেয়ে জরিনা বের হলেও ভেতরে আটকা পড়েন জাহানারা বেগম। পরে ফায়ার সার্ভিসে কর্মীরা এসে তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যন। 

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা একরামুল আলম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে দুটি বসতঘর একটি রান্নাঘর পুড়ে গেছে। এতে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।’ 

সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উপজেলা প্রশাসন বড়াইগ্রামের ২০ কেজি শুকনা খাবার দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে।’

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়