নাটোরের মাধবনগরে বগি ফেলে চলে গেল ট্রেনের ইঞ্জিন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে চালক বিষয়টি বুঝতে পেরে আবারও ট্রেনটি পেছনে ফিরিয়ে বিচ্ছিন্ন হওয়া বগির সঙ্গে সংযুক্ত করে এক ঘণ্টা পর ট্রেনটি মাধবনগর স্টেশন ছেড়ে যায়।
মাধবনগর রেলওয়ে স্টেশন মাস্টার উজ্জ্বল হোসেন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকা অভিমুখী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মাধবনগর স্টেশন অতিক্রম করার সময় নাট খুলে পেছন থেকে দুটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেনটি নলডাঙ্গার দিকে যাওয়ার কিছুক্ষণ পরই চালক বুঝতে পারেন পেছনে দুটি বগি পড়ে গেছে। এরপর তিনি ট্রেনটি আবার পেছনে নিয়ে বগিগুলোকে সংযুক্ত করে এক ঘণ্টা পর আবার যাত্রা করেন।
স্টেশন মাস্টার উজ্জ্বল হোসেন আরও বলেন, এ ঘটনায় কোনো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেনি। তা ছাড়া কোনো ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেনি।