নাটোরের লালপুরে বাবার ট্রলির নিচে চাপা পড়ে নিহত হয়েছে শিশুসন্তান। আজ সোমবার রাত ৮টার দিকে উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মো. মুরসালিন (৩)। সে ওই গ্রামের মো. পিন্টুর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৮টার দিকে কাজীপাড়া গ্রামে পিন্টু ট্রলি চালিয়ে বাড়ি ফিরছিলেন। বাবার গাড়ির শব্দ শুনে শিশু মুরসালিন উচ্ছ্বসিত হয়ে দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। এ সময় অসাবধানতাবশত সে ট্রলির নিচে পড়ে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) মো. সুরুজ্জামান শামীম বলেন, ট্রলির চাপায় অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।