হোম > সারা দেশ > নাটোর

লালপুরে দুই দিনে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে দুই দিনে হেমায়েত উদ্দিন (৫৫) নামে যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালকসহ অজ্ঞাতনামা (৬০) আরও একজন মারা গেছেন। গতকাল বুধবার বেলা পৌনে ৩টার দিকে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এর আগের দিন অজ্ঞাত অপরজন মারা যান। মৃত হেমায়েত উদ্দিন খুলনা শহরের বাগমারা এলাকার বাসিন্দা। তাঁর আদি বাড়ি বরিশালের বাড়ামারী গ্রামে। 

নিহতের ছেলে রাফিউল ইসলাম বলেন, নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বাউয়েট) ভর্তি পরীক্ষার মৌখিক পরীক্ষা শেষে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফেরার জন্য যাচ্ছিলেন। হুইসিল শুনে ট্রেন চলে আসছে ভেবে তাড়াহুড়া করে রেললাইনের ওপর দিয়ে প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করেন। তিনি দৌড়ে প্ল্যাটফর্মে উঠলেও আমার বাবা পা পিছলে পড়ে গেলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। 

আজিমনগর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, গতকাল দুপুর ২টা ৪৬ মিনিটে প্ল্যাটফর্মে ওঠার সময় দিনাজপুর থেকে ঢাকাগামী বিরতিহীন দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে হেমায়েত উদ্দিন মৃত্যুবরণ করেন। 

ঈশ্বরদীর জিআরপি থানার ওসি গোপাল চন্দ্র কর্মকার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে রাতেই মরদেহ হস্তান্তর করা হয়। 

নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৯৮০ দশকের ছাত্রলীগ নেতা ও অত্যন্ত কাছের বন্ধু ছিলেন হেমায়েত উদ্দিন। তাঁর মর্মান্তিক মৃত্যুতে অত্যন্ত মর্মাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার শান্তি কামনা করছি। 

আব্দুলপুর জংশন রেলস্টেশন মাস্টার পি এম এমদাদুল ইসলাম বলেন, গত মঙ্গলবার পৌনে ৪টার দিকে আব্দুলপুর-মালঞ্চি রেলস্টেশনের মধ্যবর্তী শোভ এলাকায় মিটার নম্বর ২২৫-এর ৪-৩ ব্রিজের কাছে ৬০ বছর বয়সে অজ্ঞাত মানসিক প্রতিবন্ধী নারী একতা ৭০৫ নম্বর ট্রেনে কাটা পড়ে মারা যান। রাতেই ঈশ্বরদী রেলওয়ে পুলিশ (জিআরপি) মরদেহ উদ্ধার করে। 

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী