নাটোরের নলডাঙ্গায় আগুনে জমির উদ্দিন নামের এক ভ্যানচালকের বসতবাড়ি পুড়ে গেছে। আজ সোমবার ভোরে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের ছাতারভাগ গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।
ক্ষতিগ্রস্ত ভ্যানচালক জমির উদ্দিন বলেন, ‘আজ ভোর ছয়টার দিকে আগুন লেগে মুহূর্তের মধ্যে চারদিক ছড়িয়ে পড়ে। পরে প্রতিবেশীরা এসে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’
এদিকে গতকাল রোববার ভোরে নলডাঙ্গা পৌরসভার গাংগলপাড়া গ্রামের খালেক নামের এক কৃষকের বাড়ি পুড়ে গেছে। তাতে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।