হোম > সারা দেশ > নাটোর

ছাত্রীদের উত্ত্যক্ত করা নিয়ে দুই স্কুলের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৩ 

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে ছাত্রীদের উত্ত্যক্ত করা নিয়ে গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঝিনাইদহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে ৩ জন ছাত্র আহত হয়েছে। আরও কয়েকজন ছাত্রী আতঙ্কিত হয়েছে অসুস্থ হয়ে পড়ে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গৌরিপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে এই সংঘর্ষ হয়। আহতরা হচ্ছে লালপুর উপজেলার নুরুল্লাহপুর গ্রামের আসলামের ছেলে সপ্তম শ্রেণির ছাত্র সোহান (১৩) ও ঝিনাইদহের হামদহ গ্রামের সামিরুল ইসলাম (৬২)। পুলিশ বলছে, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। উভয় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বসে সমাধান করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে গ্রীণভ্যালী পার্কগামী পিকনিকের বাস থামিয়ে ঝিনাইদহ উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা খালি গায়ে নাচানাচি করছিল। এ সময় ছাত্রীদের উত্ত্যক্ত করায় গৌরিপুর কলেজের ছাত্ররা তাদের নিষেধ করতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর যাত্রীসহ পিকনিকের বাসটি গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজের ছাত্ররা আটকে রাখে। পরে দুই পক্ষের মধ্যে সমঝোতায় সমস্যার সমাধান হয়। 

গৌরিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হযরত আলী আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটে। উভয় পক্ষ বসে তা সমাধান করে। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বসে বিষয়টি সমাধান করা হয়।’ 

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী