হোম > সারা দেশ > নাটোর

আনসার সদস্যের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় সাকিবুল ইসলাম সোহাগ (২৪) নামের এক আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পাঁকা ইউনিয়নের নাজিরপুর এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে নিহতের পরিবার বলছে পরকীয়ার জেরে তাঁকে হত্যা করা হয়েছে।

সোহাগ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার অগ্রণী ব্যাংকের আনসার সদস্য হিসেবে কর্মরত।

পরিবার ও পুলিশ জানায়, বৃহস্পতিবার ডিউটি শেষে চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনে রাতে বাড়ি ফেরার কথা জানিয়েছিলেন সোহাগ। ওই রাতেই হঠাৎ পাশের এক চাচাতো ভাইয়ের বাড়ি থেকে তাঁর চিৎকারের শোনেন স্থানীয়রা। পরে তাঁরা ঘটনাস্থলে গেলে ওই বাড়ির বারান্দায় সোহাগের প্যান্টের হুক ও চেন খোলা অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

পরিবার ও পুলিশের দেওয়া তথ্য মতে, বাড়ির পাশের এক চাচাতো ভাইয়ের বিধবা বউয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে সোহাগের সম্পর্ক ছিল। এই সম্পর্কের জেরে তিনি স্ত্রীর সঙ্গে তিন বছর ধরে খারাপ আচরণ করছিলেন। তাদের এই সম্পর্ক নিয়ে এর আগে পারিবারিকভাবে সমাধানও হয়। সোহাগের মা ও স্ত্রীর দাবি যৌনাঙ্গে আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে।

বাগাতিপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, গতকাল রাতে সোহাগ নামের এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন মৃত্যুর কারণ জানা যাবে।

বাগাতিপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত নারীকে থানায় নেওয়া হয়েছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত