হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে মাটিবাহী ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত, ট্রাক্টরে আগুন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে মাটিবাহী ট্রাক্টরের চাপায় শান্ত ইসলাম (৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার নওগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু নওগ্রাম এলাকার আসমত আলীর ছেলে এবং নওগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

গোপালপুর ইউপি চেয়ার আবু বক্কর সিদ্দিক বলেন, নওগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে শান্ত ইসলামও অংশগ্রহণ করে। সে বাড়ি ফেরার জন্য বিদ্যালয়ের সামনের রাস্তায় উঠলে পেছন থেকে মাটি বহনকারী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা জনতা চাপা দেওয়া ট্রাক্টরে আগুন ধরিয়ে দেন। বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নিহত শিশুর বাবা আসমত আলীর বলেন, ‘প্রায় এক মাস এই রাস্তা দিয়ে মাটিবাহী গাড়ি চলাচল করছে। ধুলায় এলাকাবাসী অতিষ্ঠ। বারবার প্রশাসনকে জানানোর পরও বন্ধ হয়নি ফসলি জমিতে পুকুর খনন করে মাটি বহন। আজ আমার ছেলে জীবন কেড়ে নিল। আমার ছেলের মৃত্যুর বিচার চাই।’

নাম প্রকাশ না করা শর্তে এক ব্যক্তি বলেন, ‘পুলিশ আসে বন্ধ হয়ে যায়। কয়েক দিন বন্ধ থাকে। হঠাৎ আবার শুরু হয়ে যায়।’ একই শর্তে আরেক ব্যক্তি বলেন, ‘এই সমস্ত পুকুর খননের সঙ্গে সরকারি দলের নেতা-কর্মীরা জড়িত। যার কারণে প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না।’

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়