হোম > সারা দেশ > নাটোর

ট্রেনের দরজা থেকে উঁকি দিয়ে প্রাণ গেল যাত্রীর

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নাটোরের নলডাঙ্গায় চলন্ত ট্রেনের দরজা খুলে বাইরে দেখতে গিয়ে প্রাণ গেছে এক যাত্রীর (৪৫)। আজ মঙ্গলবার বেলা পৌনে ২টার দিকে উপজেলার মাধনগর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, ট্রেনে দরজার পাশেই দাঁড়িয়ে ছিলেন ওই ব্যক্তি। হঠাৎ দরজার বাইরে মাথা বেরিয়ে উঁকি দেন। এ সময় রেলস্টেশনের ওভারব্রিজের পিলারে ধাক্কা লেগে নিচে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ওই ব্যক্তির মুখে দাড়ি, জিনসের প্যান্ট ও গায়ে টি-শার্ট ছিল।

মাধনগর রেলস্টেশন মাস্টার ও স্থানীয়রা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারিগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের দরজার বাইরে মাথা বের দেখছিলেন অজ্ঞাত ব্যক্তিটি। এমন সময় অসতর্কতাবশত মাধনগর স্টেশনের ওভারব্রিজের পিলারে ধাক্কা লেগে সেখানে পড়ে গিয়ে ব্যক্তিটির মৃত্যু হয়।

মাধনগর রেলস্টেশনের স্টেশনমাস্টার উজ্জল আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে বুড়িমারিগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের দরজার বাইরে মাথা বের দেখছিলেন অজ্ঞাত ব্যক্তিটি। এমন সময় অসতর্কতাবশত মাধনগর স্টেশনের ওভার ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে সেখানে পরে গিয়ে অজ্ঞাত ব্যক্তিটির মৃত্যু হয়। বিষয়টি সান্তাহার জিআরপি থানা-পুলিশকে জানানো হয়েছে।

ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না সেনাসদস্যের

নাটোরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪১

নাটোরে সোনা চুরি, কারারক্ষীসহ গ্রেপ্তার ৩

থানা থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ একজন গ্রেপ্তার

জোগালি থেকে হেডমিস্ত্রি রাজেদা বেগম

নাটোরের সিংড়ায় আ.লীগের মশাল মিছিল, গ্রেপ্তার ৯

ছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন

নাটোর-১ আসন: বিএনপির মনোনয়নে ভাই-বোনের কোন্দল

তারেক রহমানের নেতৃত্বেই জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব: মীর স্নিগ্ধ

পদ্মার চরে অপারেশন ফার্স্ট লাইট: আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২০