হোম > সারা দেশ > নাটোর

ট্রেনের দরজা থেকে উঁকি দিয়ে প্রাণ গেল যাত্রীর

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নাটোরের নলডাঙ্গায় চলন্ত ট্রেনের দরজা খুলে বাইরে দেখতে গিয়ে প্রাণ গেছে এক যাত্রীর (৪৫)। আজ মঙ্গলবার বেলা পৌনে ২টার দিকে উপজেলার মাধনগর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, ট্রেনে দরজার পাশেই দাঁড়িয়ে ছিলেন ওই ব্যক্তি। হঠাৎ দরজার বাইরে মাথা বেরিয়ে উঁকি দেন। এ সময় রেলস্টেশনের ওভারব্রিজের পিলারে ধাক্কা লেগে নিচে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ওই ব্যক্তির মুখে দাড়ি, জিনসের প্যান্ট ও গায়ে টি-শার্ট ছিল।

মাধনগর রেলস্টেশন মাস্টার ও স্থানীয়রা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারিগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের দরজার বাইরে মাথা বের দেখছিলেন অজ্ঞাত ব্যক্তিটি। এমন সময় অসতর্কতাবশত মাধনগর স্টেশনের ওভারব্রিজের পিলারে ধাক্কা লেগে সেখানে পড়ে গিয়ে ব্যক্তিটির মৃত্যু হয়।

মাধনগর রেলস্টেশনের স্টেশনমাস্টার উজ্জল আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে বুড়িমারিগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের দরজার বাইরে মাথা বের দেখছিলেন অজ্ঞাত ব্যক্তিটি। এমন সময় অসতর্কতাবশত মাধনগর স্টেশনের ওভার ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে সেখানে পরে গিয়ে অজ্ঞাত ব্যক্তিটির মৃত্যু হয়। বিষয়টি সান্তাহার জিআরপি থানা-পুলিশকে জানানো হয়েছে।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী