হোম > সারা দেশ > নাটোর

নাটোরে মহাসড়কে ডাকাতি, ১০ লাখ টাকার মালপত্র লুট

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

ডাকাতির কবলে পড়া কাভার্ড ভ্যান। ছবি: আজকের পত্রিকা

নাটোরের বড়াইগ্রামে একটি কাভার্ড ভ্যান আটকে প্রায় ১০ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার সুতিরপাড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চালক মিজান শেখ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে নুরজাহার ট্রান্সপোর্টের একটি কাভার্ড ভ্যানের চালক মিজান শেখ (২৭) এলজি বাটারফ্লাই কোম্পানির হেড অফিস থেকে (টিভি, ফ্রিজ, এসি, ওভেন, ওয়াশিংমেশিন) মালপত্র নিয়ে নাটোর শোরুমের উদ্দেশে রওনা হন। তাঁর সঙ্গে সহকারী হিসেবে ওয়াসিম আলী (২৪) ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে বড়াইগ্রাম থানার মোড় অতিক্রম করার পর ফাঁকা রাস্তায় পৌঁছালে অজ্ঞাতনামা ৫-৭ জন দুর্বৃত্ত একটি ডাম্প ট্রাক দিয়ে কাভার্ড ভ্যানটির গতিরোধের চেষ্টা করে। দুর্ঘটনার আশঙ্কায় চালক পাশের একটি লোকাল রাস্তায় ঢুকে পড়েন। কিছুক্ষণ পর একটি ছোট পিকআপ ভ্যান কাভার্ড ভ্যানের সামনে গিয়ে দাঁড়ায়। অভিযোগে বলা হয়, দুর্বৃত্তরা চালক ও হেলপারকে হত্যার হুমকি দিয়ে কাভার্ড ভ্যানের তালা ভেঙে ভেতরে থাকা মালপত্র লুট করে নেয়। এতে আনুমানিক ১০ লাখ টাকার পণ্য নিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী