হোম > সারা দেশ > নাটোর

পুলিশ-প্রশাসন ঠিকমতো কাজ করছে না: উপদেষ্টা সাখাওয়াত

নাটোর প্রতিনিধি 

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ফাইল ছবি

বস্ত্র ও পাট এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, পুলিশ-প্রশাসন ঠিকমতো কাজ করছে না, কারণ, তাদের স্ট্রাকচারটাই শেষ হয়ে গেছে।

আজ রোববার (৩ আগস্ট) দুপুরে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর এবং স্থানীয় প্রশাসন ও ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত বলেন, ‘আপনারা নেতা হয়েছেন শুধু ভোটের জন্য না। আপনাকে নেতা করা হয়েছে তাদের সঠিক পথে চালিত করার জন্য। আপনি যদি বেঠিক পথে চালান, তাহলে আমাদের দেশের পুরো কাঠামো ভেঙে পড়বে। এটাকে ৮ মাসে, ১০ মাসে বা এক বছরে ঠিক করা সম্ভব নয়।’

উপদেষ্টা আরও বলেন, ‘আপনারা প্রায়ই শোনেন, পুলিশ-প্রশাসন ঠিকমতো কাজ করছে না। তারা কাজ করবে কী করে, কারণ, স্ট্রাকচারটাই শেষ। আইনের স্ট্রাকচার শেষ, প্রশাসনের স্ট্রাকচার শেষ। আপনাদের নায্য দাবিদাওয়ার জন্য আপনারা আবেদন করতে পারেন। জেলা প্রশাসক যদি না শোনে, তাহলে আমার মন্ত্রণালয়ের দরজা আপনাদের জন্য সব সময় খোলা রয়েছে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২২ জনের হাতে ১২ লাখ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী