হোম > সারা দেশ > নাটোর

সংস্কারের পর আবারও ভেঙে গেল সেই ইউড্রেন 

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ার দেবনগর গ্রামে এলজিএসপি প্রকল্পের সেই ইউড্রেন সংস্কারের পর আবারও ভেঙে গেছে। সংস্কারের এক সপ্তাহ না যেতেই পাওয়ার টিলার যাওয়ার সময় আবারও একই অংশ ভেঙে গেছে বলে জানা গেছে। 

জানা যায়, এলজিএসপি প্রকল্পের আওতায় ১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে বাগাতিপাড়ার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শুভ এন্টারপ্রাইজ লাইসেন্সের নামে সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস নিজেই কাজটি করেছিলেন। ২০২১ সালের নভেম্বর মাসে ওই ইউড্রেনটি নির্মাণ করা হয়। কিন্তু সেটি পাঁচ মাস না যেতেই ২০২২ সালের মার্চ মাসের প্রথম দিকে ওপরের অংশ ভেঙে যায়। যেকোনো সময় পুরো ইউড্রেন ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি কয়েকটি এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা বন্ধ হয়ে যাবে। 

স্থানীয়রা জানান, কয়েক দিন আগে ওই ইউড্রেনের ভাঙা অংশে দায়সারাভাবে ঢালাই দেওয়া হয়। এর এক সপ্তাহ না যেতেই পাওয়ার টিলার যাওয়ার সময় একই অংশ আবারও ভেঙে গেছে। শুধু ভাঙা অংশ বারবার ঠিক করলেও থাকবে না। এর স্থায়ী সমাধানের জন্য পুরো স্লাবটি আবার নতুনভাবে ঢালাই করে দেওয়ার দাবি জানান তাঁরা। 

দেবনগর এলাকার স্থানীয় শিক্ষক মিজানুর রহমান বলেন, ইউড্রেনটি ভেঙে পড়লে প্রায় সাতটি গ্রামের যোগাযোগব্যবস্থা বাধাগ্রস্ত হবে। তাই দ্রুত মেরামত করা প্রয়োজন। 

জামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, প্রায় ১৫ দিন আগে ওই ইউড্রেন মেরামত করে দেওয়া হয়েছে। ভাঙার কথা না। যদি ভেঙে থাকে তাহলে আবার মেরামত করে দেওয়া হবে। 

জামনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম রাব্বানী বলেন, ‘যিনি কাজটি করেছেন, তিনিই মেরামত করবেন। এর কোনো দায়ভার আমার নেই।’ 

উল্লেখ্য, গত ৪ এপ্রিল দৈনিক আজকের পত্রিকায় ‘নির্মাণের পাঁচ মাসেই ভাঙল ইউড্রেন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে কয়েক দিন পরেই ইউড্রেন সংস্কার করা হয়। 

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী