হোম > সারা দেশ > নাটোর

গুরুদাসপুরে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে রতন আলী নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের হামলাইকোল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবক হামলাইকোল এলাকার মকবুল হোসেনের ছেলে। রতন আলীর দুই সন্তান ও স্ত্রী রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৯ টার দিকে একটি লিচুবাগানে বিদ্যুতের লাইনের সংযোগ দিতে যান ওই যুবক। এ সময় বিদ্যুতায়িত হন। তাঁর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মো. ইসমাইল হোসেন বলেন, রতন আলীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তাঁর মৃত্যু হয়েছে।

বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সুজা আজকের পত্রিকাকে বলেন, রতন আলীর মৃত্যু একটি দুর্ঘটনা। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নিহত রতন আলীর মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত