নাটোরে করোনায় আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন। এদের মধ্যে নাটোর আধুনিক সদর হাসপাতালে ২ জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৬৬ জন। এ তথ্য নিশ্চিত করেছেন নাটোর জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান।
ডা. কাজী মিজানুর রহমান জানান, গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত সময়ের মধ্যে জেলায় নতুন করে ৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬৬ জনের। জেলায এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯০৯ জন। আর মারা গেছেন ১১৭ জন।
নাটোর আধুনিক সদর হাসপাতালের সহকারি পরিচালক পরিতোষ কুমার রায় জানান, করোনা ও উপসর্গ নিয়ে সদর হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ৬৭ জন।