হোম > সারা দেশ > নাটোর

১২ বছর ধরে শেকলবন্দী জীবন সাইফুলের

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামের সাইফুল ইসলাম। চল্লিশ বছরের ১২ বছরই কাটল তাঁর শিকলবন্দী দশায়। অথচ এক যুগ আগেও তাঁর একটি সুস্থ স্বাভাবিক সাংসারিক জীবন ছিল। 

সাইফুল ইসলাম উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর বুজুর আলী মোড় এলাকার আব্দুস সামাদের (মৃত) ছেলে। 

প্রতিবেশী স্কুলশিক্ষক আলফুর রহমান বলেন, ছোটবেলা থেকে সাইফুল ভাড়ায় রিকশা চালাতেন। ১২ বছর আগে মস্তিষ্কে সমস্যা দেখা দেয়। অর্থাভাবে তখন উপযুক্ত চিকিৎসা করাতে পারেনি পরিবার। উন্মুক্ত স্থানে লোকজনের সামনেই মলমূত্র ত্যাগ করা শুরু করে। সেই থেকে বাড়ির পাশে খোলা জায়গায় পলিথিনের ছাউনি ও চটের বেড়া দিয়ে একটি তাঁবু তৈরি করে দিয়েছে পরিবার। হারিয়ে যাওয়ার ভয়ে ছাউনি সংলগ্ন সুপারি গাছের সঙ্গে শিকল দিয়ে পা বেঁধে রাখা হয়। প্রস্রাব পায়খানার বেগ এলে শিকল খুলে দেওয়া হয়। 

সাইফুলের মা হেলেজান বেগম বলেন, ‘বাবার ভিটার ২ শতাংশ জমিতে কোনোরকম ঘরে তুলে পাঁচ সদস্য নিয়ে থাকেন সাইফুল ইসলাম। প্রতিবন্ধী ভাতা দিয়ে চলে সংসারের খরচ। সাইফুল অসুস্থ হওয়ার পর থেকেই আমি ও সাইফুলের স্ত্রী অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালাই।’ 

প্রতিবেশী স্কুলশিক্ষক পরিতোষ কবিরাজ বলেন, ‘সাইফুলের দুটি ছেলে-মেয়ে। দুজনেই মেধাবী। তারা মাধ্যমিকে পড়াশোনা করে। টাকার অভাবে লেখাপড়াটাও ঠিকমতো করতে পারে না। তবে লেখাপড়ায় বেশ আগ্রহী ওরা।’ 

সাইফুলের বিষয়ে জানতে চাইলে বনপাড়া পৌর মেয়র অধ্যাপক কেএম জাকির হোসেন বলেন, ‘যদি তাঁদের পরিবার থেকে আবেদন করে তাহলে তাঁর জন্য একটি টয়লেট ও ছেলে-মেয়ের পড়াশোনার বিষয়ে আমার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করব।’ 

সাইফুলের স্ত্রী মিনা বেগম বলেন, তিনি এখনো আশাবাদী, উপযুক্ত চিকিৎসা করা গেলে স্বামী সুস্থ হয়ে যাবেন। সাইফুলের সুচিকিৎসার ব্যবস্থা 
করতে সমাজের বিত্তবান ও হিতৈষী ব্যক্তিদের প্রতি আবেদন জানিয়েছেন তিনি। 

সাইফুলের বিষয়টি জানালে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়াম খাতুন বলেন, ‘খোঁজখবর নিয়ে দেখে আমার যা সামর্থ্য সেটুকু আমি দেখব।’ 

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়

গুড় তৈরিতে কাপড়ের রং ব্যবহার, এক লাখ টাকা জরিমানা

ধানুড়া বালিকা উচ্চবিদ্যালয়: চার বছরে ১০৬ শিক্ষার্থীর বাল্যবিবাহ

ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না সেনাসদস্যের

নাটোরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪১

নাটোরে সোনা চুরি, কারারক্ষীসহ গ্রেপ্তার ৩

থানা থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ একজন গ্রেপ্তার