আন্তনগর ১৮ নম্বর কমিউটার এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরেছে। শুক্রবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাটোরের লালপুরের আব্দুলপুর জংশনের অদূরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বলেন, পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে পাকশীর আওতাধীন রাজশাহীর রহনপুর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী ১৮ নম্বর আন্তনগর কমিউটার এক্সপ্রেস ট্রেনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ আগুন ধরে যায়। কমিউটার ট্রেনটি স্টেশনে থাকা অবস্থায় হঠাৎ আগুন লেগে যায়। তাৎক্ষণিক কর্মচারী ও ট্রেনে থাকা যাত্রীরা আগুন নিভিয়ে ফেলেন। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
লালপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। দীর্ঘক্ষণ চলার কারণে ইঞ্জিন উত্তপ্ত হয়ে যাওয়ায় আগুন লেগে যায়।
পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএস) শাহীদুল ইসলাম বলেন, ঈশ্বরদী লোকোসেড থেকে রিলিফ ট্রেন একটি ইঞ্জিন নিয়ে কমিউটার এক্সপ্রেস ট্রেনটিকে উদ্ধার করে নিয়ে এসেছে। ঘটনার পর শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) মিজানুর রহমান জোয়াদ্দারকে আহ্বায়ক করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।