হোম > সারা দেশ > নাটোর

নাটোর সার্কিট হাউসের ভিআইপি কক্ষে আগুন, তদন্ত কমিটি গঠন

নাটোর প্রতিনিধি

নাটোর জেলা সার্কিট হাউসের একটি ভিআইপি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের কোনো ক্ষতি বা কেউ হতাহত হয়নি। আজ শনিবার ভোরে সার্কিট হাউসের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল বা সিগারেটের আগুন থেকে ঘটনার সূত্রপাত হতে পারে। 

নাটোর ফায়ার সার্ভিস অফিসার ফিরোজ কুতুবী আজকের পত্রিকাকে বলেন, ‘ভোর ৪টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের কর্মীরা পৌঁছায়। পরে ৫৪ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল বা সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে প্রায় ২ / ৩ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।’ 

এদিকে অতিরিক্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে কত সদস্যের কমিটি এবং কতদিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে তা জানা যায়নি।  

কমিটির প্রধান মো. মাছুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ভবনের কোনো বড় ক্ষতি হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে হলো তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ 

এ বিষয়ে নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা আজকের পত্রিকাকে বলেন, ‘ওই রুমে ঠিকাদারের মাল ছিল। আগুনে সেই মাল পুড়ে যায়। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখতে এডিসি জেনারেল সার্বিক মাসুদুর রহমানকে প্রধান করে একটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই কমিটি তদন্ত সাপেক্ষে একটি প্রতিবেদন জমা দেওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।’

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত