হোম > সারা দেশ > নাটোর

এসএসসি পরীক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ তুলে এক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর চাচা। গতকাল শনিবার রাতে নলডাঙ্গা থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। 

গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বীরকুৎসা বাজারে ওই ইউপি সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে এ ঘটনা ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়। 

অভিযুক্ত ব্যক্তি হলেন ইউপি সদস্য আমজাদ হোসেন মন্টু (৪০)। তিনি দুর্লভপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে এবং খাজুরা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। আমজাদ হোসেন খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্বেও রয়েছেন। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থী বাড়ি থেকে বের হয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বীরকুৎসা বাজারে অটোরিকশার জন্য দাঁড়িয়ে ছিল। এ সময় ইউপি সদস্য আমজাদ হোসেন মন্টু তাকে নিজ কার্যালয়ের ভেতরে ডেকে নিয়ে জোরপূর্বক যৌন নিপীড়ন করেন। ভুক্তভোগী পরীক্ষা শেষে বাড়ি ফিরে ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। পরিবারের পক্ষ থেকে শনিবার রাতে ওই শিক্ষার্থীর চাচা ইউপি সদস্য আমজাদ হোসেন মন্টুকে আসামি করে মামলা দায়ের করেন। 

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘গত বুধবার সকালে দুর্লভপুর গ্রামের এক এসএসসি পরীক্ষার্থীকে খাজুরা ইউপি সদস্য আমজাদ হোসেন মন্টু তাঁর নিজ কার্যালয়ে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন। এ ঘটনায় নির্যাতিতার চাচা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শনিবার রাতে আমজাদ হোসেন মন্টুকে আসামি করে মামলা দায়ের করেছেন। আমরা আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছি।’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়

গুড় তৈরিতে কাপড়ের রং ব্যবহার, এক লাখ টাকা জরিমানা