হোম > সারা দেশ > নাটোর

পদ্মায় নিখোঁজ শিশু উদ্ধার হয়নি

প্রতিনিধি, লালপুর (নাটোর)

নাটোরের লালপুর উপজেলার লক্ষ্মীপুর ঘাটে পদ্মা নদীতে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ হওয়া পাপড়িকে এখনও খুঁজে পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় এ ডুবে যাওয়ার ঘটনা ঘটে। 

নিখোঁজ হওয়া পাপড়ি ওই গ্রামের জুলহাস উদ্দিন পাখির মেয়ে। পাপড়ি নুরানী কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী।

নিখোঁজ পাপড়ির খালা কোহিনুর বেগম বলেন, তাঁর মেয়ে রানী ও বোনের মেয়ে পাপড়ি দুপুর ১টায় স্কুল থেকে ফিরে একত্রে গোসল করতে নদীতে যায়। প্রবল স্রোত থাকায় তারা পানিতে তলিয়ে যায়। তাদের চিৎকারে রানীকে উদ্ধার করা গেলেও পাপড়ি স্রোতে ভেসে যায়।

পাপড়ির বাবা জুলহাস উদ্দিন পাখি বলেন, স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে পাপড়িকে উদ্ধারের চেষ্টা করেছে। পরে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তাঁরা রাত ৮টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। কিন্তু পাপড়ির সন্ধান না পেয়ে আজ সকাল থেকে তাঁরা আবারও উদ্ধার কাজ শুরু করেছেন।

লালপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে লালপুর ফায়ার সার্ভিস কর্মীরা একত্রে উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। নিখোঁজ পাপড়ির দেহ এখনো উদ্ধার হয়নি। রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে লালপুর ফায়ার সার্ভিস কর্মীরা গতকাল উদ্ধার কাজ শুরু করেন। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তাঁরা উদ্ধার কাজ চালিয়ে পাপড়ির সন্ধান পাননি। তাই নিখোঁজের সন্ধানে আবারও আজ সকাল ৭টায় উদ্ধার কাজ শুরু করে।  

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত